একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে দেখা করতে গেছেন তার আইনজীবী। মঙ্গলবার দুপুরে আইনজীবী হুজ্জাতুল ইসলাম গাজীপুরের কাশিমপুর কারাগারে যান।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পূর্ণাঙ্গ রায়ের কপিতে স্বাক্ষর করেন। এর পর তাদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও মৃত্যুদণ্ডের আদেশ বহাল থাকে।
পোস্টটি যতজন পড়েছেন : 104