বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ বুধবার এই রায় দিয়েছে।
রায় ঘোষণার পর এটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, “আপিল বিভাগের রায়ে জাতির প্রত্যাশা পূরন হয়েছে”।
তবে আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের দাবি, ” আপিল বিভাগের রায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার হতাশ হয়েছে। তারা এ রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করবে”।
২০১৩ সালের ১ অক্টোবর সালাউদ্দিন চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে রায় ঘোষণা করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত ২৩ অপরাধের অভিযোগ আনা হয়, যারা মধ্যে ৯টি প্রমাণিত হয়। এর মধ্যে চারটিতে মৃত্যুদন্ড এবং পাঁচটিতে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল।
এর মধ্যে ছিল চট্টগ্রামের রাউজানে কুন্ডেশ্বরী ঔষধালয়ের মালিক নূতন চন্দ্র সিংহ ও হাটহাজারীর একজন আওয়ামী লীগ নেতা শেখ মোজাফফর হোসেনকে তার পুত্রসহ হত্যা, এবং একাধিক এলাকায় গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাট ও দেশত্যাগে বাধ্য করার ঘটনা।
২০১৩ সালের অক্টোবর মাসে সালাউদ্দিন চৌধুরীকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করে। অক্টোবরের ২৯ তারিখ এই রায়ের বিরুদ্ধে আপিলে যান তিনি। চলতি বছরের ১৬ই জুন আপিলের শুনানি শুরু হয় এবং তা শেষ হয় ৭ই জুলাই। ওই দিন আদালত রায় ঘোষণার জন্য ২৯ জুলাই তারিখ ধার্য করে। আপিল বিভাগের রায়ে মৃত্যুদন্ড বহাল থাকলেও একটি অভিযোগে পাওয়া সাজা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সালাউদ্দিন চৌধুরীকে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় দন্ডিত দুজনের ফাঁসির আদেশ ইতিমধ্যে কার্যকর হয়েছে। এরা হলেন জামায়াতে ইসলামীর নেতা আবদুল কাদের মোল্লা, এবং মুহাম্মদ কামারুজ্জামান।
