সালমান খান ও আমির খান পরস্পর যে ভাল বন্ধু এই কথা বলিউড পাড়ার সবারই জানা। কিন্তু সম্প্রতি তারা নাকি একটি পার্টিকে বিশ্রী রকম সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। ফলে সালমান খান ও আমির খান এর বন্ধুত্বের বিচ্ছেদ।
ইন ডট মুভিস ডট ইয়াহু’র প্রতিবেদনে বলা হয়েছে, বান্দ্রার বাসায় আমির একটি পার্টি দিয়েছিলেন। সেখানে সালমান খানও গিয়েছিলেন।
পার্টিতে সালমানের ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবির প্রশংসা করেন আমির। তিনি বলেন, সালমান অতীতে অনেক খারাপ সিদ্ধান্ত নিয়েছেন।
একই বিষয়ে একটি সূত্র জানিয়েছেন, আমির সালমানকে বলেছেন, বাজরাঙ্গি ভাইজানে যে পরিপক্কতা সালমান দেখিয়েছেন তা তার ক্যারিয়ারের প্রথম দিকে ছিল।
ঐ সূত্র আরো জানিয়েছে, আমির বলেছেন, সালমান গল্প ও চিত্রনাট্য নিয়ে বেশি চিন্তিত নন। তার দর্শকরা ছবিটি গ্রহণ করবে কি করবে না এটি নিয়ে তার দুঃশ্চিন্তা নেই। অন্যান্য অভিনেতাদের মতো তিনি কঠোর পরিশ্রমও করেন না।
সালমান খান নাকি আমিরের এই মন্তব্য পছন্দ করেননি। শোনা যাচ্ছে, আমিরকে উদ্দেশ্য করে বলেছেন, তিনি (সালমান) তার (আমির) মতো হয়তো কঠোর পরিশ্রম করেন না। কিন্তু তার ছবির জন্য অন্তত পরিচালক ও লেখককে ধন্যবাদ দেন। এরপরই সালমান পার্টি ছেড়ে চলে যান। খবর: ওয়ান ইন্ডিয়া।