৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সালমান করছেন বিয়ে-জল্পনাই লুলিয়া!

বি-টাউনে এইবার জল্পনা নতুন।সালমান করছেন বিয়ে!তবে প্রকাশ্যে মুখ না খোলায় গুজব আরও বেশি ছড়িয়েছে।লুলিয়া ভানটুর কি সালমান খানের প্রেমিকা?ভ্যালেন্টাইনস ডে-র দিন সোশাল মিডিয়ায় লুলিয়ার শেয়ার করা একটি মেসেজ এই জল্পনা আরও বেড়ে গেল।লুলিয়া লিখেছেন, তুমি আমার অর্ধেকটা জুড়ে আছ বাকি অর্ধেকটাও তোমার’ যদিও লুলিয়া সলমনকে ট্যাগ করেননি। তবে এ বার্তা যে ভাইজানের জন্যই সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত বি-টাউন।

iulia-vantur-indiaবিয়ে নিয়ে মিডিয়ার অনবরত প্রশ্নে জেরবার হয়ে কয়েকদিন আগেই সল্লু মিয়াঁ বলেছিলেন, ‘প্রথম দিকে ভাবতাম আমার বিয়ের বয়স হয়নি এখন তারপর এক সময় বিয়ের বয়স পেরিয়ে গেল আর এখন ভাবছি বিয়ে করব কিন্তু আমার হাতে কোনও অপশন নেই!’’

বলিউডের একটা বড় অংশ মনে করছে, এ দিন পরোক্ষে সালমানের ওই উত্তরেরই জবাব দিয়েছেন লুলিয়া। তিনিই যে ভাইজানের ‘বেটার হাফ’ হতে চলেছেন এ যেন তারই ইঙ্গিত।  বিয়ে আর সালমান যেন জোড়া লাগতে চায়না।দেখা যাক কি অপেক্ষা করছে সামনে।   

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ