[english_date]

সালমানকে সরিয়ে দিলেন রণবীর কাপুর

 সলমন খানকে সরিয়ে দিলেন রণবীর কাপুর? কী আবার এমন হল হঠাৎ? কিছুই না, ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির সিকোয়েলে নাকি সলমনের বদলে রণবীর কাপুরকে দেখা যেতে পারে।

১৯৯৪ সালে মুক্তি পাওয়া সুরজ বরজাতিয়ার সেই ব্লকব্লাস্টার হিট ছবি ‘হাম আপকে…’-র কথা তো সবার মনে আছে। মাধুরী-সলমনের ম্যাজিক ছাড়াও সেই ছবির প্রধান সম্পদ ছিল জমাটি পারিবারিক গল্প। সেই আবেদন আবার ফিরিয়ে আনতে শোনা যাচ্ছে বরজাতিয়া আনতে চলেছেন সুপারহিট ছবিটির সিকোয়েল। যদিও পরিচালক এই নিয়ে এখনও কিছু জানাননি, কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর- ছবিটি শেষ হয়েছিল নায়ক ও নায়িকার বিয়ের মধ্যে দিয়ে, সিকোয়েলটি শুরু হবে ঠিক সেখান থেকে। এবং এইক্ষেত্রে নায়কের চরিত্রে সুরজের প্রথম পছন্দ রণবীর কাপুর। সিকোয়েলটিতে আগের কাস্টরা প্রায় কেউই থাকবেন না মুখ্য চরিত্রে।

তবে সলমন-সোনাম অভিনীত ‘প্রেম রতন ধন পায়ো’ ছবি মুক্তির পরেই ‘হাম আপকে…’-র কাস্ট নিয়ে ভাবনা চিন্তা চূড়ান্ত করবেন পরিচালক সুরজ বরজাতিয়া।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ