[english_date]

সালমানকে শান্ত করলেন আমির

‘বাদশা’ বড়, না ‘ভাই’, নাকি বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’— ভক্তদের ট্যুইট-যুদ্ধ  বন্ধ করতে, নিজেই ট্যুইটার ছাড়ার হুমকি দিয়েছেন সলমন। আর সলমনের এই গোঁসা কমাতে জল ঢাললেন আমির। আমিরি স্টাইলে সল্লুকে জানিয়ে দিলেন, ” এই বিতর্কটা মজার ছলে নিতে শেখ । এটা নিয়ে মাথা গরম করার কোন মানেই হয় না”।

খান অনুরাগীদের ট্যুইটারে খান খান যুদ্ধ নিয়ে বিরক্ত সলমন খান। সম্প্রতি  সল্লু নিজে ২৪খানা টুইট করলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, টুইট করা তাঁর একেবারে পছন্দ নয়। ছুড়ে দিয়েছেন প্রশ্ন, ‘‘আপনারা এত সময় পান কী ভাবে? সময় নষ্ট করবেন না। আমি খুব খুশি হব, কেউ যদি আমায় ফলো-ই না করেন।’’ দাবাং খান এইদিন আরও ট্যুইট করেন, ‘‘বছরের পর বছর হিরোদের মধ্যে মারামারি করতে করতে ক্লান্ত।’’ ফের লিখেছেন, ‘‘কী হচ্ছে এ সব? ভালবাসায় এত ঘৃণা কেন?’’ তোপ দেগেছেন ঠিক তার পরই, ‘‘এ সব চলতে থাকলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ছেড়ে বেরিয়ে যাব আমি।’’ ভাইয়ের স্টাইলেই লিখেছেন, ‘‘ব্যস খাল্লাস। খতম।’’

স্পষ্ট করে লিখেছেন, শাহরুখ-আমিরও এ সব মোটে পছন্দ করেন না। ‘‘এসআরকে ও আমির আমার বন্ধু। চুলোয় যাক আপনাদের ১, ২, ৩ নম্বর দেওয়া…। কিছু বুঝেছেন?’’ আর সমলনের  রাগ কমাতে এগিয়ে এসেছে আমির। সল্লুকে শান্ত হতে বলেছেন তিনি। তিনি আরও বলেন ব্যাপারটা উপভোগ করতে। রেগে গিয়ে কোনদিন কোনও কাজ হয়না। তাছাড়া ট্যুইটারকে এতো পাত্তা না দিলেই হোল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ