গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নেত্রকোণা বড় রেলওয়ে স্টেশনে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরন করেন নেত্রকোণা জেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি মোঃ মারুফ হাসান খান (অভ্র) ও সাধারন সম্পাদক মোঃ খায়রুল হাসান (লিটু)-র নেতৃত্বে একদল স্বেচ্ছসেবকলীগের নেতৃবৃন্দ।
জানা যায় গত কয়েকদিন ধরে পশ্চিম দিক থেকে বয়ে আসা কনকনে বাতাস আর বরফাচ্ছন্ন কুয়াশায় জনজীবন করে তুলেছে অতিষ্ঠ। হাড় ভাঙ্গা শীত যেন কর্মজীবনে মারাত্মক বাঁধা হয়ে বসেছে। সেইসব বিষয় চিন্তা করে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোণার পৌর শহরের বিভিন্ন পয়েন্টে শীতার্তদের মাঝে কম্বল নিয়ে আসেন নেত্রকোণা জেলা স্বেচ্ছসেবকলীগের এই দুই অভিবাবক।
নেত্রকোণা জেলা স্বেচ্ছসেবকলীগের সভাপতি মারুফ হাসান খান (অভ্র) “দৈনিক সময়ের কন্ঠ ” পত্রিকাকে জানান এবৎসর অনান্য বছরের তুলনায় শীত একটু বেশী। তাই আমরা সব কিছু চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।এভাবে সরকারের পাশাপাশি সবাই এগিয়ে আসা উচিৎ।
জেলার সাধারন সম্পাদক মোঃ খায়রুল হাসান (লিটু) জানান ছিন্নমূল শীতার্তদের পাশে দাঁড়ানো ভাগ্যের ব্যাপার। আমারা অল্প পরিসরে সাধ্যের ভিতরে এসব মানুষের পাশে দাঁড়িয়েছি। এভাবে সাধ্যের ভিতরে প্রত্যেকেই এসব লোকদের পাশে দাঁড়ানো উচিৎ।
এসময় আরো উপস্হিত ছিলেন জেলা স্বেচ্ছসেবকলীগের সহ-সভাপতি মিল্টন কান্তি কর,সহ-সভাপতি রাকেশ সরকার,সহ-সভাপতি মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মিছবাহ উদ্দিন খান (আছাদ),সম্মানিত সদস্য মোঃ জাহাঙ্গীর আলম,সম্মানিত সদস্য নিরঞ্জন সরকার, ১নং ওয়ার্ড স্বেচ্ছসেবকলীগ নেতা আবুল কালাম, বড় রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ রাফিউদ্দিন সহ জেলা,উপজেলা, পৌর এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
নেত্রকোণা প্রতিনিধি