[english_date]

সারাদেশের সেরা কলেজে গুলোর নাম ঘোষনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

এই প্রথম অনন্য একটি কাজ করে দেখাল জাতীয় বিশ্ববিদ্যালয় (এনইউ)। অনার্স লেভেলে সেরা কলেজের র‌্যাংকিং প্রকাশ করা হয়েছে। এতে জাতীয় পর্যায়ে মোট পাঁচটি সেরা কলেজ নির্বাচন করা হয়েছে।

৬৮৫টি কলেজের মধ্যে দেশসেরা হয়েছে রাজশাহী কলেজ। দ্বিতীয় সেরা ইডেন কলেজ। তৃতীয় ঢাকা কলেজ, চতুর্থ ঢাকা কমার্স কলেজ এবং পঞ্চম স্থানে রয়েছে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ। মোট ৩১টি সূচকের ওপর নম্বর দিয়ে এ র‌্যাংকিং করা হয়। এতে দেশের সেরা মহিলা, সরকারি এবং বেসরকারি কলেজের আলাদা র‌্যাংকিং করা হয়েছে।

শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে ভিসি হারুন-অর-রশিদ এ র‌্যাংকিং ফল ঘোষণা করেন।

এ সময় তিনি বলেন, এ ধরনের র‌্যাংকিং দেশে প্রথম। এটা কলেজের গাণিতিক চিত্র। এরফলে কলেজসমূহ তাদের স্ব স্ব অবস্থান জানতে পারবে। পাশাপাশি ভাল করার জন্য তাদের মধ্যে একটি প্রতিযোগিতা তৈরি হবে, যা কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।

সেরা মহিলা কলেজ হিসেবে নির্বাচিত হয়েছে জাতীয় তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইডেন কলেজসেরা সরকারি কলেজ হিসেবে জায়গা করে নিয়েছে জাতীয় তালিকার প্রথম স্থানে থাকা রাজশাহী সরকারী কলেজদেশসেরা বেসরকারি কলেজ হচ্ছে ঢাকা কমার্স কলেজ

আঞ্চলিক সেরা কলেজ:

ঢাকা এবং ময়মনসিংহ অঞ্চলের সেরা দশ কলেজ হচ্ছে-ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, ঢাকা কমার্স কলেজ, (বেসরকারি), আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ, সরকারি সা’দত কলেজ, টাঙ্গাইল, লালমাটিয়া মহিলা কলেজ, ঢাকা (বেসরকারি), সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, সরকারি বাঙলা কলেজ, ঢাকা, ঢাকা সিটি কলেজ (বেসরকারি), কবি নজরুল সরকারি কলেজ।

চট্টগ্রাম : চট্টগ্রাম সরকারি কলেজ, সরকারি ভিক্টোরিয়া কলেজ, ফেনী সরকারি কলেজ, সরকারি সিটি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, পটিয়া সরকারি কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, ওমরগণি এম ই এস কলেজ, চট্টগ্রাম (বেসরকারি)।

রাজশাহী: রাজশাহী কলেজ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া, সিরাজগঞ্জ সরকারি কলেজ, ভবানীগঞ্জ কলেজ, রাজশাহী (বেসরকারি), সৈয়দ আহমদ কলেজ, বগুড়া (বেসরকারি), রাজশাহী সরকারি মহিলা কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ সরকারি কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী।

খুলনা: সরকারি এম এম কলেজ, যশোর, কুমিরা মহিলা ডিগ্রি কলেজ, সাতক্ষীরা (বেসরকারি), সরকারি মহিলা কলেজ, যশোর, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, উপশহর মহিলা ডিগ্রি কলেজ, যশোর(বেসরকারি), সাতক্ষীরা সিটি কলেজ (বেসরকারি), কুষ্টিয়া সরকারি মহিলা কলেজ, সরকারি পি সি কলেজ, বাগেরহাট, সরকারি শ্যামনগর মহসীন কলেজ, সাতক্ষীরা, নওয়াপাড়া কলেজ, যশোর (বেসরকারি)

বরিশাল: বিএম কলেজ, বরিশাল, সরকারি মহিলা কলেজ, বরিশাল, সরকারি বরিশাল কলেজ, ভোলা সরকারি কলেজ, বরগুনা সরকারি কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর, চরফ্যাশন সরকারি কলেজ, ভোলা, সরকারি ফজলুল হক কলেজ।

সিলেট: এম সি কলেজ, সিলেট, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ, সরকারি মহিলা কলেজ, সিলেট, মৌলভীবাজার সরকারি কলেজ, মদনমোহন কলেজ, সিলেট (বেসরকারি), সুনামগঞ্জ সরকারি কলেজ, দক্ষিণ সুরমা কলেজ, সিলেট (বেসরকারি), সরকারি শ্রীমঙ্গল কলেজ, মৌলভীবাজার।

রংপুর: কারমাইকেল কলেজ, রংপুর, দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর, আলিমুদ্দিন কলেজ, লালমনিরহাট (বেসরকারি), সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর, কুড়িগ্রাম সরকারি কলেজ, উত্তরবাংলা কলেজ, লালমনিরহাট (বেসরকারি), নীলফামারী সরকারি কলেজ, দিনাজপুর সরকারি মহিলা কলেজ, লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট, রংপুর সরকারি কলেজ।

আগামী ২০ মে জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কলেজকে স্মারক সম্মাননা, সনদ ও পুরস্কার প্রদান করা হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ