কেমন হবে যদি সামাজিক যোগাযোগ ও অনলাইন কেনাকাটা একই প্লাটফর্মে থেকে করা যায়? মন্দ হবে না বোধহয়। অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ব্যবহারকারীকে যাতে ফেসবুক থেকে লগ আউট করতে না হয় সে দিকেই মনোনিবেশ বাড়াচ্ছে সামাজিক যোগাযোগ সাইটটি। খবর দ্য নেক্সট ওয়েব।
গত সোমবার বেশ কিছু নতুন অ্যাড ফিচার আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। এর মাধ্যমে গ্রাহকরা সাইটটি থেকেই সংশ্লিষ্ট পণ্য কেনাকাটা করতে পারবেন। অ্যামাজনের মতো প্রতিষ্ঠানকে ই–কমার্স খাতে টেক্কা দেয়ার লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে সাইটটি। ঝামেলাপূর্ণ ও গতি ধীর হওয়ার কারণে অনেকেই মোবাইল ডিভাইসে কেনাকাটা করতে চান না। গবেষণা প্রতিষ্ঠান ইমার্কেটারের প্রতিবেদন অনুযায়ী, মোট খুচরা বিক্রির ২ শতাংশেরও কম হয় মোবাইল ডিভাইসের মাধ্যমে। কিন্তু এ ব্যবস্থাটিকে সহজ করে দিয়ে খাতটিতে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে ফেসবুক। এতে প্রতিষ্ঠানটি যেমন নতুন ব্যবসার ধারায় প্রবেশ করবে তেমনি বিজ্ঞাপন খাত থেকে আয়ও বাড়বে কয়েকগুণ। ফেসবুকের পণ্য বিপণন বিভাগের প্রধান ইমা রজারস বলেন,‘গ্রাহকরা মোবাইলে যাতে সহজেই প্রয়োজনীয় পণ্য খুঁজে পান আমরা সে চেষ্টাই করে যাচ্ছি। এতে অনলাইনে কেনাকাটা যেমন সহজ হবে তেমনি ব্যবসার সম্প্রসারণও দ্রুত হবে।’
সামাজিক যোগাযোগ সাইটটি থেকে সরাসরি পণ্য কেনার সুবিধা তাদের গ্রাহক বাড়াবে বলেই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এতে সাইটটিতে বিজ্ঞাপন প্রচারের হার বাড়ারও সম্ভাবনা রয়েছে।