চুয়াডাঙ্গায় জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান কবিরের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাতে শহরের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাত দুই যুবক মোটর সাইকেলে এসে আসাদের বাড়ির ভেতরে দু’টি বোমা নিক্ষেপ করে। এসময় বোমা দুটি বিকট শব্দে বিস্ফোরিত হলে পুলিশে খবর দেয়া হয়। তবে এতে হতাহত হয়নি কেউ। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে।
এ নিয়ে গত ৭ দিনে তার বাড়িতে দ্বিতীয়বারের মতো বোমা হামলার ঘটনা ঘটলো।
পোস্টটি যতজন পড়েছেন : ২০৩