২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাফল্যে বাংলাদেশের অ্যাথলেটরা

সাফল্যের ধারা ধরে রেখেছেন বাংলাদেশের অ্যাথলেটরা। স্পেশাল অলিম্পিকের চতুর্থ দিনে তিনটি স্বর্ণ পদক ও দু’টি রৌপ্য জিতেছে বাংলাদেশের অ্যাথলেটরা। এ নিয়ে মোট ১৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ জিতল লাল-সবুজের প্রতিনিধিরা।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত চলতি স্পেশাল অলিম্পিকের প্রথম দিন পদক শূন্য থাকলেও, ২য় দিন থেকে লাল সবুজের কেতন উড়াতে শুরু করেছে বাংলাদেশের অ্যাথলেটরা। ৮০ সদস্যের দলটি ২য় দিন নীল পুলে সফলতার পর, তৃতীয় দিন সফলতা আসে অ্যাথলেটিক ট্রাকে। সেই ধারাবাহিকতায়, চতুর্থ দিনে নারীদের একক টেবিল টেনিসে স্বর্ণ পদক জিতেছেন সাদিয়া উর্মি।  এছাড়াও, নারীদের একক বোচি প্রতিযোগিতায় ১২ স্কোর করে স্বর্ণ পদক জিতেছেন জাকিয়া সুলতানা। ব্যাডমিন্টন এককে স্বর্ণ পদক জিতেছেন মোহাম্মদ সরণ। ব্যাডমিন্টনে এটি বাংলাদেশের ২য় স্বর্ণ পদক। এছাড়াও, নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ২য় হয়েছেন বিবি ফাতিমা। তিনি সময় নিয়েছেন ১৬ দশমিক ৩ শূন্য সেকেন্ড।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ