৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সানির ডাকনাম ‘কলা’ কিংবা ‘গোগো’

‘কলা’ বা ‘গোগো’ বলে কাউকে চেনেন? তিনি বলিউড ইন্ডাস্ট্রিতেই কাজ করেন, বিভিন্ন সময়ে নানা বিতর্ক তাঁকে ঘিরে থাকে৷ যথেষ্ঠ বিখ্যাত হলেও এ নামে বোধহয় আগে তাঁকে কেউই চিনত না৷ সম্প্রতি এক লাইভ চ্যাটে সানি লিওন জানালেন, এ গুলোই ছিল তাঁর ছোটবেলার ডাকনাম৷ ‘গোগো’ নামে তাঁকে ডাকত তাঁর বাবা৷

বলিউডে পা রাখার একেবারে প্রথম দিন থেকে জীবনের নানা কথা শোনাচ্ছিলেন সানি৷ জানালেন, তাঁর সবথেকে বড় কোয়ালিটি হল তাঁর পার্সোনালিটি৷ ফ্যানদের নানা প্রশ্নের জবাব দিতে দিতেই সানি জানালেন, তাঁর স্বপ্নের চরিত্র মেরলিন মনরো৷ মেরলিনের ভূমিকায় তিনি  অভিনয়ও করতে চান৷ বলিউডে তিন খানের মধ্যে সলমন খানের সঙ্গে অভিনয় করতে চান বলেও জানালেন সানি৷ শাহরুখের সঙ্গে বার দু’য়েক দেখা হয়েছে৷ আমির খানের সঙ্গে কখনও দেখা হয়নি৷ তবে একসঙ্গে অভিনয় করার ইচ্ছে সলমনের সঙ্গেই৷ সানির সঙ্গে আড্ডায় ছিলেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবারও৷ স্ত্রীকে নিয়ে সবরকম সমালোচনা, বিতর্কের ক্ষেত্রে তিনি যে তাঁকে আগলে রাখেন, জানালেন ড্যানিয়েল৷ফ্যানদের জন্য গিটার বাজিয়ে গানও শুনিয়েদিলেন তিনি৷

এখনও ভাল হিন্দি বলতে পারেন না৷ হিন্দি সিনেমার ইন্ডাস্ট্রিও তাঁকে এখনও তেমনভাবে গ্রহণ করতে পারেনি৷ তবু সানি কিন্তু জানিয়ে গেলেন, এই ইন্ডাস্ট্রিতেই তিনি থাকতে চেয়েছিলেন৷ তিনি যে আছেনও, তাও আত্মপ্রত্যয়ের সঙ্গে জানিয়ে দিলেন সানি৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ