সানি লিওন এর নাম শুনে চিনে না এমন লোক খুঁজে পাওয়া এখন মুশকিল বটে । কারণ বলিউডে এখন তার রমরমা অবস্থা। সে জন্য সানি লিওনের বিরুদ্ধে লোকেরও অভাব নেই। এখন সানি লিওনের বিপক্ষে দাঁড়াচ্ছেন রাখি সায়ান্ত।
যেদিন থেকে সানি লিওন বলিউডে পা রাখলেন সেদিন থেকেই রাখি সায়ান্তের হট শরিরী আবেদনের চাহিদা কমে যায়।সানির ওপর খুব রাগ রাখির । সময়ে অসময়ে সুযোগ পেলে, না পেলে সানিকে আক্রমণ করে কার্যত গালমন্দ করে বসেন রাখি। সেই রাখি যখন শোনেন আমির খান সানি লিওনের সঙ্গে কাজ করতে চান তখন খুব চটেছেন।
সম্প্রতি সানি আর আমির খান একসাথে লাঞ্চ করেছেন। এই বিষয়ে রাখির মতামত জানতে চাওয়া হয়। তার উত্তরে রাখি সানিকে উদ্দেশ্য করে বলেন, ‘সানি আমি জানি আমির তোমার সঙ্গে কাজ করবে এর পাশাপাশি আরও একটা ভাল খবর দিই। আমি পর্নস্টার হব। খুব তাড়াতাড়ি দেখবে আমি পর্ন সিনেমায় অভিনয় করব।’
কিছুদিন আগে কন্ডোমের বিজ্ঞাপন করার জন্য সানিকে দেশ ছাড়া করার হুমকিও দিয়েছিলেন রাখি। বলেছিলেন, ‘সানি পর্দায় এমন দৃশ্যে অভিনয় করছেন যা সাধারণ মানুষকে উত্তেজিত করে তুলছে। আর সে জন্যই বাস্তবে ধর্ষণ বাড়ছে। তাই ওকে ভারত থেকেই বের করে দেওয়া উচিত।’ এখন সেই সানিকে তার অতীত নিয়ে আমির খানের মতো প্রথম সারির তারকারা সমর্থন করছেন। তাই মনোযোগ পাওয়ার জন্য নিজে পর্ন তারকা হতেও রাজি রাখি!