১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাধারণ মানুষ দেবেন ঝড়ের নাম

ঝড়ে বিধ্বস্ত ব্রিটেন ও আয়ারল্যান্ডের বাসিন্দারা দ্রুতই ঝড়ের নাম দেওয়ার সুযোগ পাবেন। আবহাওয়া সংক্রান্ত ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে আরও সচেতনা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হল বলে সে দেশের আবহাওয়া দফতরে সূত্রের খবর।

ফেসবুক, ট্যুইটার ও ই মেল মারফৎ সাধারণ মানুষ তাদের মনোনীত নাম পাঠাতে পারবেন আবহাওয়া দফতরকে। তাদের মধ্যে থেকে বাছাই করা নাম দেওয়া হবে আগামী দিনে ধেয়ে আসা ঘূর্ণিঝড়কে। আপাতত এটা পাইলট প্রজেক্ট। মানুষ সাড়া দিলে আগামী দিনে একে নিয়ম বলেও ঘোষণা করা হতে পারে, খবর স্কাই নিউজ সূত্রে।

লন্ডনের আবহাওয়া দফতরের প্রধান ডেরিক র‍্যাল বলেছেন, “আমরা দেখেছি, এক একটি ঝড়ের নাম শুনলে মানুষ কীভাবে প্রতিক্রিয়া দিতে শামিল হন। এই উন্মাদনাটাই আমরা সচেতনতার জন্য ব্যবহার করতে চাই। আশা করছি ঝড়ের নাম দেওয়ার সময় ওই ব্যক্তি আবহাওয়ার সম্পর্কে অবগত হবেন ও নিজেকে ও নিজের পরিবার-সম্পত্তি বাঁচিয়ে রাখার জন্য আগাম পরিকল্পনা করবেন।”

কী করেনাম দিতে পারবেন সাধারণ মানুষ।

আবহাওয়া দফতরকে ট্যুইট করতে হবে- @metoffice এই আইডিতে। লিখতে হবে #nameourstorms। ফেসবুক ও ট্যুইটারে এই হ্যাশট্যাগ ব্যবহার করুন। পুরুষ ও স্ত্রী নাম দেওয়া যাবে। অ্যালফাবেটিক্যাল অর্ডারে নির্বাচিত হবে নাম। কে বলতে পারে, আগামী দিনে ঝড়ের নামটি হয়ত আপনারই দেওয়া হতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ