[english_date]

“ সাত বছর পর আবার পরিাচলনায় ফিরছি”- আদিত্য

যতবার ক্যামেরার ব্যাকসিটে তিনি বসেছেন, ততবারই তাঁর ফ্রেম তৈরি করেছে ইতিহাস। ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ থেকে ‘রব নে বানাদি জোরি’ তাঁর লেন্সে চোখ রেখে সিনেপ্রেমীরা ভেসেছে রোম্যান্সের জোয়ারে। আরও একবার সেই বসন্তের ফুল ফুটতে চলেছে সেলুলয়েডে। পরিচালনার ফিরছেন ‘দ্য’ আদিত্য চোপড়া।

যশ রাজের ৮৩ জন্মবার্ষিকী উপলক্ষে ট্যুইটারে এই সুখবর দেন আদিত্য। তিনি লিখেছেন, “ সাত বছর পর আবার পরিাচলনায় ফিরছি”। রণবীর সিং ও অনুষ্কার হাত করে নতুন জার্নিটা শুরু করতে চলেছেন তিনি। ছবির নাম ‘বেফিকার’। আদিত্যের কথায়, “ ‘দিল ধড়কনে দো’ ছবিতে রণবীর ও অনুষ্কার কাজ দেখেই আমার ছবিতে ওদের নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি”।

‘রব নে বানাদি জোরি’ এর পর পরিচালনা প্রায় ছেড়েই দিয়েছিলেন আদিত্য। যশ চোপড়ার মৃত্যুর পর যশ ফিল্মিসের সব ভার এখনও তাঁরই কাঁধে। ছবি প্রযোজনা করতে গিয়ে পরিচালনায় সময় দিতে পারছিলেন না তিনি। তবে শোনা যাচ্ছে স্বামীর কাজে ভাগ করে নিচ্ছেন রানি। আর তাই আবার পরিচালনার ফিরছেন আদিত্য।

প্রসঙ্গত, বাবা হতে চলেছে আদিত্য চোপড়া। সম্ভবত আগামী বছরের শুরুর দিকে প্রথম সন্তানের জম্ন দিতে চলেছেন রানি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ