[english_date]

সাতক্ষীরায় নারী ও অস্ত্রসহ সংসদ সদস্যের ছেলে আটক

সাতক্ষীরার শ্যামনগরে অস্ত্র, গুলি ও তিন নারীসহ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রিফাত আমীনের ছেলে রুমন (৩৫) কে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মুন্সিগঞ্জ এলাকার একটি রিসোর্ট থেকে তাদেরকে আটক করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইনামুল হক জানান, উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় বর্ষা নামক রিসোর্টে অবস্থানকালীন তাদের গতিবিধি সন্দেহজনক হলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ৪০ রাউন্ড গুলি ও একটি অস্ত্র পাওয়া যায়। অস্ত্রটি সংসদ সদস্য রিফাত আমীনের নামে লাইসেন্স করা। অস্ত্র, গুলি ও সংসদ সদস্য স্টিকার সম্বলিত গাড়ি, এমপির ছেলে রিমনসহ তিন নারী থানা হফাজতে রয়েছে।

তবে মামালার কোন খবর পাওয়া যায় নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ