আজহারুল ইসলাম সাদী, সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে,
জানা গেছে আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শাহপুর গ্রামের শামসুর রহমান ঢালীর ছেলে-মেয়েরা নিজেদের জমি নিয়ে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে, এক পর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে।
এ সময় নিজ ছেলে মেয়ের বিবাদ থামাতে গিয়ে ছেলে মিয়ারাজ ঢালীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শামসুর রহমান (৫০)।
এ প্রসঙ্গে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন ঘটনাটি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ছেলে মিয়ারাজ কে আটকের চেষ্টা চলছিলো।