করোনা ভাইরাসে পুরোদেশ লকডাউন। নিম্নআয়ের মানুষ থেকে নিম্ন মধ্যেবিত্ত, মধ্যেবিত্ত সবাই বিপাকে। কারো আয় না থাকায় জীবনযাত্রা অনিশ্চিত হয়ে পড়ছে। আজ কোনমতে চললেও কাল কিভাবে চলবে এ নিয়ে দুঃচিন্তাগ্রস্থ মানুষ।
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশর সরকারের মানননীয় প্রধানমন্ত্রীসহ বিত্তবানদের অনেকে। তারই ধারাবাহিকতায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বেঙ্গল টাইগার্স তথা বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা। নিজের বেতনের অর্ধেক অনুদান হিসেবে জমা দিয়েছিলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে।
শুধু তাই নয় সাকিব আল-হাসন ও মাশরাফী বিন মর্তুজা নিজস্ব গঠিত ফাউন্ডেশন থেকেও বিভিন্নভাবে অনুদান দিয়ে আসছে।
এবার বাংদেশের তারাকা ক্রিকেটার মুশফিকুর রহিমও এগিয়ে আসল অসহায়দের সাহয্যে।টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি হাকানো ব্যাটটি বরাবরই তাঁর প্রিয়। বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরিও এসেছিল তার ব্যাট থেকে।নিজের প্রিয় ও ঐতিহাসিক সেই ব্যাটটি নিলামে তুলছেন মুশফিকুর রহিম।
নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তা নিয়ে অসহায় মানুষের পাশে দাড়াবে। নিলামে যদি ভালো অর্থ পায়, পরবর্তীতে আরোও প্রিয় জিনিস নিলামে তুলবেন। যদিওবা ইতোপূর্বে ২০০ পিপিই, ২০০ গ্লাভস ও ২০০ মাস্কও বগুড়ায় স্বাস্থ্যকর্মীদের জন্য পাঠান তিনি।