৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাকা-মুজাহিদের যে কোন মুহুর্তে ফাঁসি ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যু পরোয়ানার আদেশটি অবহিত করা হয়েছে। এছাড়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকেও অবহিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের নির্দেশে মুজাহিদ ও সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানা জারি করেন রেজিস্ট্রারের দপ্তর। পরে মৃত্যুপরোয়ানাটি কারাগারে পৌঁছে দেন ট্রাইব্যুনালের দুজন কর্মকর্তা।

এদিকে, নির্ধারিত ১৫ দিনের মধ্যে রিভিউয়ের আবেদন করা হবে বলে চিফ প্রসিকিউটরকে এক নোটিশের মাধ্যমে জানিয়েছেন মুজাহিদের আইনজীবী।

গত বুধবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর আপিল বিভাগের পুর্ণাঙ্গ রায় প্রকাশের পর ঐ দিন রাতেই রায়ে কপি পৌঁছায় ট্রাইব্যুনালে।

বৃহস্পতিবার দুপুরে মুজাহিদ ও সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানা জারির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রেক্ষিতে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তর পৃথকভাবে এই দুই মানবতাবিরোধীর মৃত্যুপরোয়ানা জারি করেন।

রেজিস্ট্রার শহিদুল আলম ঝিনুক জানান, মৃত্যুপরোয়ানার বিষয়টি স্বরাষ্ট্র, আইমন্ত্রণালয় ও জেলা ম্যাজিস্ট্রেটকেও জানানো হয়েছে।

পরে ট্রাইব্যুনালের দু’জন কর্মকর্তা লাল কাপড়ে মোড়ানো মৃত্যুপরোয়ানা দু’টি নিয়ে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হন। দুপুর সোয়া তিনটার দিকে তা পৌঁছায় কারাগারে।

এই দুই মানবতাবিরোধীকে ঠাণ্ডা মাথার খুনি হিসেবে পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। বর্তমানে তারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের কনডেম সেলে থাকলেও সবশেষ আইনি লড়াই হিসেবে রায়ের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে সর্বোচ্চ আদালতে রিভিউ চাইতে পারবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ