৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন

সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনরায় ফাঁসের ঘটনায় তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ফলে এই মামলায় তাদের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। সোমবার দুপুরে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৩ সালের ১ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সালাউদ্দিনের স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের খসড়া কপি সংবাদকর্মীদের দেখান। রায় ঘোষণার পরের দিন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে ২ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ওই ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা করেন। ওই বছরের ৪ অক্টোবর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ফজলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় আরেকটি মামলা করেন।

২০১৪ সালের ২৮ আগস্ট ডিবির পরিদর্শক মো. শাহজাহান ব্যারিস্টার ফখরুল ইসলামসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের অপর আসামিরা হলেন— সালাউদ্দিন কাদের চৌধুরীর ম্যানেজার এ কে এম মাহবুবুল হাসান (বর্তমানে কারাগারে), আন্তর্জাতিক অপরাধট্রাইব্যুনালের অফিস সহকারী (সাঁটলিপিকার) ফারুক হোসেন (কারাগারে), পরিচ্ছন্নকর্মী নয়ন আলী (কারাগারে) ও ব্যারিস্টার ফখরুল ইসলামের জুনিয়র আইনজীবী মেহেদী হাসান (পলাতক)। গত ২২ নভেম্বর রাতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকর করে কারা কর্তৃপক্ষ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ