মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানির জন্য ১৭ নভেম্বর দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সোমবার এ বিষয়ে শুনানির দিন ধার্য থাকলেও তাদের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এ দিন ধার্য করেন।
সেই সঙ্গে সালাউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে পাঁচ বিদেশিসহ আটজন সাফাই সাক্ষীর সাক্ষ্য নেয়ার যে আবেদন করেছিলেন তা খারিজ করে দিয়েছেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাহউদ্দিন কাদের ও মুজাহিদকে মৃত্যুদণ্ড দেয়ার রায় গত ৩০ সেপ্টেম্বর প্রকাশ করে সুপ্রিম কোর্ট। গত ১৪ অক্টোবর এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিল করেন সালাহউদ্দিন কাদের ও মুজাহিদ।
উল্লেখ্য, সালাহউদ্দিন কাদের গাজীপুরে কাশিমপুর এবং মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী রয়েছেন।