৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাইবার হামলার শিকার হয়েছে ফিফা : ৩৪ লাখ মার্কিন ডলার চুরি

সাইবার হামলার শিকার হয়েছে ফিফার নিজস্ব ভিডিও গেম প্লাটফর্মের ইউটিউব গেমাররা।  ইউটিউবে ফিফা গেমারদের উপরে সাইবার হামলা চালিয়ে হ্যাকাররা ৩.৪ মিলিয়ন বা ৩৪ লাখ মার্কিন ডলার মূল্যের ভার্চুুয়াল কয়েন হাতিয়ে নিয়েছে। শুধু তাই নয় ফিফা ভার্চুয়াল কয়েন চুরির পাশাপাশি গেইমের গুরুত্বপূর্ণ খেলোয়ারদের মুছে ফেলেছে হ্যাকাররা।

আক্রান্ত এসব গেমারদের  অনেকেরে ৫ মিলিয়নের বেশি ইউটিউব গ্রাহক রয়েছে।  একজন গেমার ম্যাথিউ ক্রেগ জানিয়েছেন গত দুই সপ্তাহে তার অ্যাকাউন্টসহ ১০টির বেশি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। গেইম থেকে ক্রিস্টিয়ানো রোনাল্ডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়ারদের মুছে ফেলা হয়েছে। গেইমের ক্ষেত্রে ভার্চুয়াল মুদ্রায় রোনাল্ডের দাম ৩ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার।

ফিফারগেইমের অনলাইন লিডার বোর্ডে যারা শীর্ষ অবস্থানে আছেন তাদের অ্যাকাউন্টই টার্গেট করেছে সাইবার হামলাকারীরা। সাইবার হামলার ঘটনায় গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছেন গেইমসগুলোর নির্মাতা প্রতিষ্ঠান ইলেক্ট্রোনিক আর্টস (ইএ)। প্রতিষ্ঠানটি জানিয়েছে ভিডিও গেইমগুলোতে নিয়ন্ত্রণ পুনপ্রতিষ্ঠা করেছে তারা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ