১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাইবার ক্রাইমের শিকার ছাত্রীর মামলা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী সাইবার ক্রাইমের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, গত ৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টায় কে বা কারা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর নাম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক (ভুয়া) আইডি খোলে। এরপর ওই আইডি থেকে বিভিন্ন ধরনের অশ্লীল পোস্ট করতে থাকে। এছাড়া ওই আইডিতে ওই ছাত্রীর মোবাইল ফোন নম্বর প্রকাশ করা হয়। একপর্যায়ে ওই ছাত্রীর কাছে বিভিন্ন স্থান থেকে কল আসতে থাকে।

এ সময় ফোনে তাকে অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করা হয়। তখন ওই শিক্ষার্থী বিষয়টি বুঝতে পারেন। এরপর তিনি তার ঘনিষ্ঠদের মাধ্যমে ফেক আইডিটি বন্ধ করে দেন। এরপরেও অপরাধীচক্র ফেসবুকে ওই শিক্ষার্থীর নামে আরো বেশ কয়েকটি ফেক অ্যাকাউন্ট খুলে একইভাবে অশ্লীল পোস্ট দিতে থাকে। এর ফলে ওই শিক্ষার্থীর সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

জিডির অনুলিপি রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, গোয়েন্দা বিভাগের একটি বিশেষজ্ঞ টিম এ বিষয়ে কাজ শুরু করেছে। অপরাধচক্রের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন খান জানান, গোয়েন্দা বিভাগের পাশাপাশি পুলিশও বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ