১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাংসদ লতিফের বিচারের দাবিতে সমাবেশের ডাক মহিউদ্দিন চৌধুরীর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ‘বিকৃতকারী’ সরকার দলীয় সাংসদ এম এ লতিফকে আইনের আওত্তায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে আগামী ১৩ ফেব্রুয়ারী শনিবার বিকেল ৩টায় ঐতিহাসিক লালদিঘি ময়দানে সমাবেশের ডাক দিয়েছে ‘নাগরিক মঞ্চ চট্টগ্রাম’।

মঙ্গলবার বিকেলে নাগরিক মঞ্চের আহবায়ক প্রবীণ রাজনীতিক এ কে এম বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এসময় প্রধান অতিথির ভাষণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর সুযোগ্য নেতৃত্বে রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছি। তাই বঙ্গবন্ধু বাঙালির বেঁচে থাকার হৃদস্পন্দন ও অক্সিজেন। তাঁর শাস্বত প্রতিকৃতিকে যে ব্যক্তি ও গোষ্ঠী ৭১’র পরাজিত শক্তির ভাবধারায় বিকৃত করেছে তাদেরকে যুদ্ধাপরাধীদের মতই সর্বোচ্চ শাস্তিভোগ করতে হবে। প্রকৃত দেশপ্রেমিক প্রতিটি মানুষকে সরকার ও প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা কুখ্যাত ব্যক্তি ও গোষ্ঠীকে নির্মূল করার জন্য শক্তি অর্জন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে।’
এই সভায় আগামী ১৩ ফেব্রুয়ারী শনিবার বিকাল ৩টায় ঐতিহাসিক লালদিঘি ময়দানে বঙ্গবন্ধুর ছবি বিকৃতকারীকে আইনের আওত্তায় এনে বিচারের দাবিতে নাগরিক মঞ্চের সমাবেশকে সফল করার আহ্বান জানান মহিউদ্দিন চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এডভোকেট কামাল উদ্দিন, এডভোকেট সুনীল সরকার, খোরশেদ আলম সুজন, এম. জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, আলহাজ্ব এম.এ রশিদ, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী জহুর আহমদ, আবু তাহের, প্রকৌশলী মানস রক্ষিত, আবদুল আহাদ, শহিদুল আলম, এম এ জাফর, হাজী মোহাম্মদ এয়াকুব, শেখ শহিদুল আনোয়ার, সৈয়দ আমিনুল হক, নজরুল ইসলাম বাহাদুর, গাজী শফিউল আজিম, সাইফুদ্দীন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, হাজী নুরুল আমিন শান্তি, হাজী নুরুল আবছার মিয়া, মোহাম্মদ জাভেদ, আহমদ ইলিয়াছ প্রমূখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ