চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দারের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাসুদ আকবরী, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক রায়হান নেওয়াজ সজীব, উত্তর জেলার সভাপতি বখতেয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক গৌতম পালিত টিকলু, দক্ষিণ জেলার সভাপতি কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিত্র বড়–য়া।
নেতৃবৃন্দ বলেন, প্রগতিশীল সাংবাদিকের উপর এ রকম ন্যাক্কারজনক হামলায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং সাংবাদিক রিয়াজ হায়দারের দ্রুত সুস্থতা কামনা করেন।
সাংবাদিক রিয়াজ হায়দারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সৈনিক লীগের তীব্র প্রতিবাদ
