দৈনিক আজাদীর লোহাগাড়া প্রতিনিধি মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিনের ইন্তেকালে গভীর শোক জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। বিবৃতিতে তিনি বলেন, সুদীর্ঘ কাল ধরে লোহাগাড়া-সাতকানিয়ার চারণ সাংবাদিক হিসেবে সুপরিচিত মুক্তিযোদ্ধা সাংবাদিক জামাল উদ্দিন ছিলেন অত্যন্ত অমায়িক ও সুধী-সজ্জন। আমার বড় মরহুম মুক্তিযোদ্ধা আবু জিয়া মোহাম্মদ সামশুদ্দিন চৌধুরীর বন্ধু এবং তাঁর স্মরণে প্রকাশিত স্মরণিকায় সাংবাদিক জামাল উদ্দিনের স্মৃতিচারণ মূলক লেখাটি আজ গভীর কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি। দীর্ঘদিন ধরে রোগ শোকে আক্রান্ত সাংবাদিক জামাল উদ্দিনকে দেখতে গিয়েছি এবং চিকিৎসার খবরা-খবর নিয়েছি। তাঁর ইন্তেকালে আমি অত্যন্ত শোকাভিভূত। আল্লাহ পাকের দরবারে তাঁদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। উল্লেখ্য, সাংবাদিক জামাল উদ্দিন আজ সকাল সাড়ে ছয়টায় লোহাগাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
সাংবাদিক জামাল উদ্দিনের ইন্তেকালে ড. আবু রেজা নদভী এমপি’র শোক জ্ঞাপন।

মরহুম সাংবাদিক জামাল উদ্দিন।