মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানে উঠে সহযাত্রীদের গায়ে মূত্রত্যাগ করে গ্রেফতার হতে হল ২৭ বছরের এক ব্যক্তিকে। ধৃতের নাম জেফ রুবিন। আলাস্কা থেকে পোর্টলল্যান্ডগামী এক বিমানে উঠে সহযাত্রীদের গায়ে আচমকাই মূত্রত্যাগ করতে শুরু করেন ওই ব্যক্তি।
যাত্রার শুরুতেই কিন্তু এমনটা করেননি জেফ। বরং দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছিলেন। বরং যাত্রা শেষ হওয়ার মাত্র আধঘণ্টা আগে বিমানের আসনের উপর দাঁড়িয়ে তার সামনের দিকে বসে থাকা দুই যাত্রীর মাঝখানে মূত্রত্যাগ করতে শুরু করেন। এরপর টাল সামলাতে না পেরে পড়ে যান। মূত্র ছিটকে পড়ে আশেপাশে যাত্রীদের গায়ে। এরপর ওই অবস্থাতেই ঘুমিয়ে পড়েন জেফ। কেবিন ক্রুরা তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যায়। বিমান গন্তব্যে পৌঁছতেই তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও পুলিশ সূত্রে খবর, পুলিশি জেরার মুখেও ঠিকমত কথা বলতে পারছে না ধৃত।
পোস্টটি যতজন পড়েছেন : 284