[english_date]

সহজ জয় ম্যান সিটির

প্রিমিয়র লিগে জয়ের ধারা অব্যহত ম্যাঞ্চেস্টার সিটির৷ শনিবার গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়াটফোর্টকে ২-০ গোলে হারিয়ে দিল ম্যানুয়েল পেলেগ্রিনির দল ৷ দলের হয়ে  গোল দুটো করেন রাহেম স্টারলিং ও ফার্নান্ডিনহো ৷

বিরতির আগে ভালো খেললেও গোলের মুখ খুলতে পারেনি ম্যান সিটি ৷ বিরতির পরে অবশ্য অনেক পরিণত ফুটবল উপহার দিয়েছে পেলেগ্রিনির দল ৷ ৪৭ মিনিটে স্টারলিং গোল করে সিটিকে এগিয়ে দেন ৷৫৬ মিনিটে ফার্নান্ডিনহো ফের গোল করে দলকে এগিয়ে দেন ৷ দু-দু’গোলে এগিয়ে যাওয়ার পরে অবশ্য ব্যবধান বাড়াতে পারেনি সিটি ৷শেষ পর্যন্ত দু’গোলে জিতে মাঠ ছাড়ে পেলেগ্রিনির দল৷

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ