ইয়উসুপ পাটোয়ারি (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি),
আর্থনিউজ২৪: পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীদের স্থায়ী বাসিন্দা সনদ প্রদানে বৈষম্যমূলক নীতি অবিলম্বে প্রত্যাহার, নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পুর্নস্থাপনসহ সর্বক্ষেত্রে বাঙ্গালীদের সমান অধিকারের দাবী জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা। পার্বত্য চট্টগ্রাম বাঙ্গালী ছাত্র পরিষদের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। সকালে খাগড়াছড়ি জেলা সদরের চেঙ্গী স্কোয়ার থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা বের কর হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়। জেলা শাখার সভাপতি শাহাজাল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আক্কাছ আল মামুন,
এছাড়াও বক্তব্য কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক সারোয়ার জাহান খান, সহ-সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম সোহাগ, খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক, এস.এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক মো. আসাদ উল্যাহ আসাদ, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি মো. জাহেদুল ইসলাম, বর্তমান কলেজ শাখার সভাপতি আজম খাঁন অনিক সহ রাঙ্গামাটি ও বান্দরবান ও তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন, পিবিসিপি’র খাগড়াছড়ি জেলার সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল।
বক্তারা বলেন, সরকার উপজাতি কোটা চালু রেখে পার্বত্য জেলায় বেকারত্ব বৃদ্ধি ও বৈষম্য সৃষ্টি করছে। অবিলম্বে উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু, খাগড়াছড়ি বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন, ভূমি সমস্যা সমাধান সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় উপজাতিয় উগ্র বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা বন্ধের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবী জানান।
উল্লেখ্য, ১৯৯১ সালের ১ নভেম্বর পার্বত্য চট্টগ্রামের নিষ্পেসিত বাঙালীদের সাংবিধানিক অধিকারের দাবীতে এ সংগঠনটি যাত্রা শুরু করে।