শেখ হাসিনা সরকারকে নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন হত্যাযজ্ঞের মাধ্যমে। বন্দুকের নলের মাধ্যমে।’ শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা সরকার গণন্ত্রাতিক আন্দোলন করে জনগণের মন জয় করে ক্ষমতায় এসেছে। এই সরকার সবসময় জনগণের পাশে ছিল।’
খালেদা জিয়ার মুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘এতিমের টাকা চুরির দায়ে বিচারিক আদালত খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছে। তার মুক্তি আদালতের বিষয়।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।