সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আগে থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি কম হয়েছে।সরকার ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি জানান।
আজ রোববার সকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহি, চেয়ারম্যান বাজার, ভূমিহীন বাজার ও গাংচিল এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন মন্ত্রী।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যত দিন দুর্যোগ না কাটে সরকার ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।গতকাল শনিবার ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে উপকূল অঞ্চলের ২৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া প্রায় ২০০ কোটি টাকা মূল্যের সম্পদের ক্ষতি হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে নগদ টাকা ও শুকনো খাবার বিতরণকালে এ কথাগুলো বলেন মন্ত্রী।এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, নোয়াখালী পুলিশ সুপার, মো. ইলিয়াছ শরীফ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. বাদল।