২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার ফি নিয়ে সিদ্ধান্ত

জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন সরকারি চাকরিতে নিয়োগ পরীক্ষার ফি কমানো ও ফি গ্রহণের সিদ্ধান্ত বাতিলের ক্ষেত্রে আপাতত সরকারের কোনো পরিকল্পনা নেই ।

 রবিবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে এস এম মোস্তফা রশিদীর (খুলনা-৪) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

 সৈয়দ আশরাফ বলেন, সরকারি চাকরিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের কাছে থেকে পে-অর্ডার/চালান/পোস্টাল অর্ডার নেয়ার বিধান রয়েছে। কেবল বিসিএস পরীক্ষার  ক্ষেত্রে অনগ্রসর নাগরিক ছাড়া সব প্রার্থীর জন্য অফেরতযোগ্য সাতশো এবং একশো টাকা নেয়া হয়। এছাড়াও ১৩-১৭ গ্রেডের পদে কর্মচারী নিয়োগের জন্য অফেরতযোগ্য একশো টাকা এবং ১৮-২০ গ্রেডের পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে অফেরতযোগ্য ৫০ টাকা ফি নেয়া হয়ে থাকে।নিয়োগ পরীক্ষার ব্যয় নির্বাহের জন্য স্বল্প পরিমাণ ফি আদায় করা হয়ে থাকে। তাই ফি কমানোর ক্ষেত্রে আপাতত কোনো পরিকল্পনা নেই।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ