২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি আলিয়া থেকে আদালত সরাতে শিক্ষার্থীদের অবরোধ

পুরান ঢাকার বকশিবাজারে আলিয়া মাদরাসার মাঠে অস্থায়ী আদালত বসিয়ে বিডিআর বিদ্রোহের বিচারকাজ আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়ার কথা। কিন্তু মাদ্রাসার মাঠের দখল ছেড়ে দেওয়ার দাবিতে সকাল থেকে মাদরাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এর আগে বুধবার মধ্য রাতের পর থেকে সারারাত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। এরই ধারাবাহিকতায় আজ সকালেও শিক্ষার্থীরা ওই সড়কে অবস্থান নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
এদিকে গত রাতে আইন মন্ত্রণালয় থেকে আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে বিচারকাজ শুরুর বিষয়ে নির্দেশনা দেয়া হলেও সকাল থেকে আদালতে পুলিশ ও এপিবিএন সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে সেখানে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করছে। তারা মাঠ দখলমুক্ত করতে চান। কারণ এই মাঠ শিক্ষার্থীদের।
আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলছেন, আমরা আশা করেছিলাম, জুলাই বিপ্লবের পরে আমাদের মাঠ ফিরে পাবো। আগামী এক ঘণ্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই । দ্রুত সমাধান না আসলে আমরা শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলবো।
উদ্ভূত পরিস্থিতিতে ঘটনাস্থলে শাহবাগ থানা পুলিশ, এপিবিএন এর পাশাপাশি সেনাবাহিনী ও মোতায়ন করা হয়েছে।
শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে বকশিবাজার সহ চারপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ