[english_date]

সম্পর্ক যদি সঠিক পথে না এগোয়, ব্রেকআপ করাই ভালো

ব্রেকআপ করলে আপনি বিশ্বাসঘাতক নন । ব্রেকআপ করলে আপনি মিথ্যেবাদী নন । কোনও সম্পর্ক যদি সঠিক পথে না এগোয়, সেটিকে টিকিয়ে রাখার চেয়ে ভেঙে ফেলাই ভালো । তাই ইতি টানতে ক্ষতি নেই । না হলে দিনে দিনে তিক্ততা বাড়বে । ভালো থাকার বদলে জীবনটা বিষিয়ে যাবে ।

তবে প্রেম ভাঙারও কিছু এটিকেট আছে । যে ব্যক্তিটির সঙ্গে এতকাল সময় কাটালেন, তাঁকে একটা ফোন কলে বা মেসেজে নাকচ করে দেবেন না । পছন্দের কোনও জায়গায় দেখা করে মন খুলে বুঝিয়ে দিন আপনি এ জীবনের মতো চললেন ।

প্রেম ভাঙার জন্য অশ্রাব্য ভাষার প্রয়োজন হয় না । ভালো ভদ্র ভাষাতেও সম্পর্ক থেকে বেরিয়ে আসা যায় । একতরফা কথা না বলে অপরপক্ষের বক্তব্যও শুনতে হয় । তা হলেই দুই দিক মঙ্গল ।

প্রেম ভাঙার আসল কারণ বলে দিন । বানিয়ে বানিয়ে মনরক্ষা করা কথা এড়িয়ে চলুন । সম্পর্কের ভুল ত্রুটি আলোচনা করুন । তা হলে হয়তো সম্পর্কটি বেঁচে গেলেও যেতে পারে ।   

সম্পর্কের ইতি টানার আগে সুন্দর কথায় শেষ করুন । কোনও ঝগড়া নয়, কোনও বিবাদ নয় । জানবেন, সম্পর্ক নেই ঠিকই, কিন্তু জীবন একটাই । এই একটা জীবনে শত্রুতা না হয় নাই করলেন । একে অপরের প্রতি শুভ কামনা করে এগিয়ে যান নিজ নিজ পথে ।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ