সমুচা খেতে ভালবাসে এমন লোক ভুরি ভুরি। টিপিন কিংবা , দুপুরের নাস্তা হালকা নাস্তার অপর নাম কিন্তু সমুচা। আর এই সমুচায় টেক্স আরোপ ! ভালবেসে খেতে গেলেন সমূচা, তাহলে সমুচার মূল্যর সাথে সাথে দিতে হতে নির্ধারিত কর। ভারতের বিহার রাজ্যে নিতীশ কুমারের নেতৃত্বাধীন সরকার বিলাসবহুল বহু পণ্যের ওপর কর আরোপ করেছে। এর মধ্যে রয়েছে কেজিপ্রতি ৫০০ রুপির বেশি দরের মিষ্টান্ন, মশা তাড়ানোর ওষুধসহ বিভিন্ন সামগ্রী। এসব পণ্যে ১৩ দশমিক ৫ শতাংশ কর বসানো হয়েছে।
সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো, রাজ্য সরকার সমুচা, কাচাউরির মতো কিছু পণ্যেও সমপরিমাণ কর আরোপ করেছে। শিগগিরই এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত মঙ্গলবার বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের নেতৃত্বে বিধানসভার মন্ত্রিপরিষদের একটি বৈঠক হয়। বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সমন্বয় বিভাগের প্রধান সচিব ব্রজেশ মেহরোতা। তিনি বলেন, রাজ্যের আয় বাড়াতে সরকার বিভিন্ন পণ্যে কর বসানোর এ সিদ্ধান্ত নিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব ধরনের ইউপিএস কিনতে হলে বিহারবাসীকে দিতে হবে ১৩ দশমিক ৫ শতাংশ কর। এ ছাড়া কসমেটিকস, সুগন্ধি এবং মাথায় দেওয়ার তেলের ক্ষেত্রেও সমপরিমাণ কর ধার্য করা হয়।