২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সমালোচনা গায়ে মাখছেন না লুই ভ্যান গল

প্রিমিয়র লিগে ইতিমধ্যেই ধাক্কা খেতে  শুরু করেছে ৷প্রিমিয়রের পরবর্তী পর্বে এবার কতটা ভালোভাবে মেলে ধরতে পারবে তা বলা যাচ্ছে না ৷দলের এই পারফরম্যান্সের জন্য মৃদু সমালোচনাও হচ্ছে ৷কিন্তু এই সমালোচনা  গায়ে মাখছেন না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যানেজার লুই ভ্যান গল ৷ তিনি মনে করছেন তাঁর এই মরশুমের দল ভালো পারফরম্যান্স করার ক্ষমতা রাখে ৷প্রিমিয়র লিগ তো বটেই চ্যাম্পিয়ন্স লিগও জেতার ক্ষমতা রাখে তাঁর দল ৷

ভ্যান গল বলেছেন, ‘ আমি অ্যাজক্সের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলাম ৷ওই দলে ১৮ থেকে ১৯ বয়সী গড় ফুটবলার ছিল ৷ এই ম্যান ইউ দলেও অনেক তরুণ ফুটবলার রয়েছে ৷ তরুণ ফুটবলার নিয়েই বড় ট্রফি জেতা সম্ভব ৷সেক্ষেত্রে ম্যান ইউ-ও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে ৷’

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ