[english_date]

সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নামবে ধোনির দল

জয়ের সম্ভাবনা জাগিয়ে সিরিজের প্রথম ম্যাচে হেরে  পিছিয়ে পড়েছে ভারত। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামীকাল দ্বিতীয় ম্যাচে সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নামবে ধোনির দল।

তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। টি-২০ সিরিজ জয়ে আত্মবিশ্বাসটা ভরপুরই ছিলো তাদের। সেই প্রমাণ পাওয়া গেল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে। টি-২০ সিরিজের দু’টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিলেও, ওয়ানডে সিরিজের প্রথমটিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

ব্যাটিং-এ শুরুর দিকে দুই ওপেনার বড় ইনিংস খেলতে না পারলেও, তিন নম্বরে নামা ফাফ ডু-প্লেসিস ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ঠিকই বড় ইনিংস খেলেন। ডু-প্লেসিস ৬২ ও ডি ভিলিয়ার্স ৭৩ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শেষদিকে ফারহান বেহারদিন ১৯ বলে ৩৫ রানের মূলবান ইনিংস খেললে দক্ষিণ আফ্রিকার স্কোর গিয়ে পৌঁছায় ৫ উইকেটে ৩০৩ রানে।

জয়ের জন্য ৩০৪ রানের বড় টার্গেটটা ছুয়ে ফেলার পথেই ছিলো ভারত। শুরুতে শিখর ধাওয়ানকে হারালেও, আরেক ওপেনার রোহিত শর্মা ভারতকে সামনের দিকে ভালোভাবেই টেনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষদিকে এস পা হড়কায় ভারত এবং ৫ রানে ম্যাচটি হেরে বসে। তবে দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজে সমতা ফেরাতে মুখিয়ে আছে ভারত। ইন্দোরের ম্যাচের আগে এমনটাই জানালেন ভারতের দলপতি মহেন্দ্র সিং ধোনি, ‘আগের ম্যাচের আমাদের বোলিং ভালো হয়নি। তবে অশ্বিন থাকলে, প্রতিপক্ষ এত বড় স্কোর করতে পারতো না। তারপরও ম্যাচটি আমাদের হাতেই ছিল। জয় পাওয়া আমাদের উচিত ছিল। কিন্তু শেষ ওভারে খুবই ভালো বোলিং করেছে রাবাদা। তবে আমাদের কাজটা দায়িত্ব নিয়ে করতে পারিনি। আশা করছি সিরিজের দ্বিতীয় ম্যাচেই জয়ের স্বাদ পাবো। সিরিজে সমতা আনাই এখন প্রধান লক্ষ্য আমাদের। বোলিংটা ভালো হলেই, দ্বিতীয় ম্যাচে জয় পেতে খুব বেশি কষ্ট হবে না।

ধোনি যেখানে সমতা আনার লক্ষ্য দাড় করিয়েছেন, সেখানে সিরিজে ডাবল লিডের স্বপ্ন দেখছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডি ভিলিয়ার্স, প্রথম ম্যাচে ভালো ক্রিকেট খেলেছি আমরা। এই ধারাবাহিকতাটা পরের ম্যাচেও অব্যাহত রাখতে চাই। আমাদের লক্ষ্য সিরিজে ডাবল লিড নেয়া। প্রথম ম্যাচের পরিকল্পনাগুলো সবকিছু ঠিকভাবে হলে দ্বিতীয় ম্যাচেও জয় পাবো আমরা। দলের সবাই খেলাটা দারুন উপভোগ করেছে। তাই আমাদের আত্মবিশ্বাস এখন অনেক বেশি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ