আমেরিকার সমস্ত জায়গায় সমকামী বিয়েতে সম্মতি জানান মার্কিন সুপ্রিম কোর্ট৷ এতদিন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৬টি প্রদেশেই সমকামী বিবাহ আইনত ছিল৷ তবে এবার মার্কিন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, দেশের বাকি ১৪টি প্রদেশেও সমকামীরা আইনত বিবাহবন্দনে আবদ্ধ হতে পারবেন৷
ক্যালিয়ফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এই মুহুর্তে আমেরিকায় সমকামী বিবাহিতদের সংখ্যা প্রায় তিন লক্ষ ৯০ হাজার৷ মার্কিন শীর্ষ আদালতেই এই রায়ে উচ্ছ্বসিত দেশের সমকামীরা৷
শীর্ষ আদালতের এই রায়ে দেশবাসীকে অভিনন্দ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ তাঁর মতে, প্রেম তো প্রেমই হয়৷ এই রায়ের মাধ্যমে মার্কিন নাগরিকরা সমানাধিকার পয়েছেন৷ আজ সকলে আরও বেশি স্বাধীন হলেন৷
উল্লেখ্য, এগারো বছর আগে আমেরিকায় প্রথম সমকামী বিয়ের সম্মতি দিয়েছিল ম্যাসাচুসেটসের আদালত৷ তথ্য অনুযায়ী, মার্কিন নাগরিকদের ৭০ শতাংশই এমন রাজ্যে বাস করেন যেখানে সমকামী বিবাহ বৈধ৷ তবে এতদিন দেশের প্রায় ৩০ শতাংশ সমকামী সেই অধিকার থেকে বঞ্চিত ছিলেন৷ সুপ্রিম কোর্টে নয়জন বিচারপতির মধ্যে ভোটাভুটি হলে ৫-৪ ভোটে জয়ী হয় সমকামী বিয়ের অধিকার৷ তার পরেই বিচারপতি অ্যান্টনি এম কেনেডি জানান, সমকামী দম্পতিরা এবার থেকে আমেরিকার যে কোনও রাজ্যে বিয়ে করতে পারেন৷ বিয়ে তাদের মৌলিক অধিকার৷ তাঁদের কাছ থেকে ব্যক্তিস্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না৷ বিচারপতিদের মতে, দেশ যন এক সুতরাং দেশের সর্বত্রই এই আইন লাগু করা হবে৷ ওই বেঞ্চের রায়ে শনিবার থেকেই আমেরিকার সর্বত্র সামবিধানিক বৈধতা পেল সমকামী আইন৷
তবে মার্কিন সুপ্রিম কোর্টের রায় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন অনেকে৷ তাঁদের মতে, সমকামী বিয়ে বৈধ করে আদতে বিয়ে নাম প্রতিষ্ঠান নিয়েই প্রশ্ন উঠছে৷ যদিও বিচারপতি কেনেডি রায়ের খসরায় দাবি করেছেন, বিয়ের প্রতিষ্ঠানকে সম্মান দিতেই এই অধিকার সকলেই কাছে পৌঁছান প্রয়োজন৷
পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকা বিশ্বের ২১ তম দেশ যেখানে সার্বিকভাবে স্বীকৃত হল বিয়ের সমান অধিকার৷ সমকামী বিয়েকে সারা দেশে আইনী বৈধতা দিয়েছে ইউরোপের বেশকয়েকটি দেশও৷