বিদ্যুতের সব গ্রাহককেই পর্যায়ক্রমে প্রিপেইড মিটারের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
রোববার বিদ্যুৎ ব্যবহারে অপচয় রোধ করে টেকসই সমাধানে প্রিপেইড মিটারের ব্যবহার নিয়ে এক কর্মশালায় তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বিদ্যুতের মোট উৎপাদন ১২ হাজার থেকে বাড়িয়ে ২৪ হাজার মেগাওয়াটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সিস্টেম লস
কমানোর জন্য প্রিপেইড মিটার প্রনয়ন করা হয়েছে। সেইসঙ্গে গ্রাহকের ভোগান্তি কমাতে অনলাইনের মাধ্যমে বিল পরিশোধের ব্যবস্থা করারও তাগিদ দেন তিনি।
পোস্টটি যতজন পড়েছেন : ৮০