[english_date]

সন্ধ্যার পর থার্টিফার্স্ট নাইট উদযাপন নয় – প্রধানমন্ত্রী

সন্ধ্যার পর থার্টিফার্স্ট নাইট উদযাপন না করার পরামর্শ  দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দেশে যেন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন তিনি। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনানুষ্ঠানিক আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেছেন, কেবল রাতেই করতে হবে এমন কথা নেই, দিনেও এই অনুষ্ঠান করা যায়। রাতে আনন্দ করতে গেলে যদি সমস্যা তৈরির আশঙ্কা থাকে তাহলে রাতে না করাই ভালো। কোনো সমস্যা যাতে না হয় এজন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, থার্টিফার্স্টের অনুষ্ঠান কর্মসূচি একটি নিয়ন্ত্রিত পরিবেশের মধ্যে যেন উদযাপন হয় সেদিকে খেয়াল রাখবেন। কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি যেন তৈরি না হয় সে ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, আমাদের দেশকে নিয়ে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র-চক্রান্ত চলছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ