সন্ত্রাসী হামলা পাকিস্তানে যেন অনেকটা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এবার যেনোতেনো কেউ নন, হামলার শিকার হলেন এক সময় ক্রিকেট মাঠের বাইশ গজে ঝড় তোলা বোলার, পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। বুধবার করাচিতে এই হামলার ঘটনা ঘটে।
পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা যায়, বুধবার করাচির জাতীয় স্টেডিয়ামে যাওয়ার পথে একটি মোটরসাইকেল ওয়াসিম আকরামের গাড়িকে ধাক্কা দেয়। এ সময় গাড়ির ভেতর থেকে পাকিস্তানি এই পেসার মোটরসাইকেল আরোহীদের ওপর চড়াও হলে, পেছনে থাকা অজ্ঞাতনামা আরোহী ওয়াসিমের গাড়িকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে অবশ্য অক্ষত আছেন সাবেক এই ক্রিকেটার।
পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করে। পাকিস্তানের জাতীয় স্টেডিয়ামে ট্রেইনিং ক্যাম্পে যোগ দিতে যাওয়ার সময় করাচির কারসাজ রোডে ওয়াসিমের ওপর এই হামলার ঘটনা ঘটে। ঘটনা সম্পর্কে ওয়াসিম আকরাম বলেন, ‘আমার গাড়িতে পেছন থেকে একটা মটরসাইকেল ধাক্কা দেয়। আমি তাদের ওপর চড়াও হলে, তাদের মধ্যে একজন আমার গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দেখে মনে হলো, কোন অফিস কর্মকর্তা। আমি মোটরসাইকেলের নাম্বার পুলিশকে দিয়েছি। তারা এখন এটার তদন্ত করবে।’