সন্তান তাঁদের কম নয়। আর তারা সবাই যাতে একসঙ্গে নিশ্চিন্তে খেলতে পারে, তার জন্য ৪৭ লক্ষ মার্কিন ডলারের একটি আইল্যান্ড কিনতে চলেছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট।
নীল জলে ঘেরা গ্রিসের একটি দ্বীপ গাইয়া, অ্যাঞ্জেলিনার খুবই পছন্দের। ৪৩ একর জমির এই প্রাইভেট প্রপার্টিতে নিজেদের মতো করে পারিবারিক ‘ড্রিম ভেকেশন’ কাটাতে তাই এই আইল্যান্ডটি কিনতে চলেছেন জোলো দম্পতি।
বিশ্বের নানা প্রান্ত থেকে একটি করে শিশু দত্তক নিয়ে খুব সুন্দর এক ‘আন্তর্জাতিক’ পরিবার তৈরি করেছেন ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ দম্পতি। মোট ছ’টি সন্তান নিয়ে সুখের সংসার তাদের।
পোস্টটি যতজন পড়েছেন : 134