৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এইবার সতর্কতা জারি করল হংকং

যেসব নাগরিক বাংলাদেশ সফর করতে চান অথবা যারা এরই মধ্যে বাংলাদেশে এসেছেন তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ ও বাংলাদেশে সফররত সতর্কতা জারি করেছে হংকং। সিকিউরিটি ব্যুরো অব দ্য গভর্নমেন্ট অব হংকং স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটেড রিজিয়ন তার ওয়েবসাইটে এ বিষয়ে একটি সতর্কতা আপডেট করেছে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ সফরের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেবার পর হকংও এল এই তালিকায়।
 
হংকংয়ের সতর্কবার্তায় ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে নজর রাখতে, প্রতিবাদ বিক্ষোভ অথবা যেখানে বেশি মানুষের জমায়েত হয় এমন সব স্থান এড়িয়ে চলতে পরামর্শ দেয়া হয়েছে তার নাগরিকদের। অস্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থার কারণে বাংলাদেশে বসবাসকারী হংকংয়ের নাগরিকদের অপ্রয়োজনে পার্বত্য চট্টগ্রাম সফরে না যেতেও পরামর্শ দেয়া হয়েছে। বাংলাদেশে অবস্থানকারী কোনো নাগরিকের যদি কোনো সহায়তা প্রয়োজন হয় তাহলে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এসিসট্যান্টন্স টু হংকং রেসিডেন্টস ইউনিটে (এএইচইউ) ফোন করে সহায়তা নিতে বলা হয়েছে।

ওই বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের কিছু চিত্র তুলে ধরা হয়। বলা হয়, সেপ্টেম্বরের শেষের দিকে রাজধানী ঢাকায় বিদেশী এক নাগরিকের ওপর হামলা হয়েছে। অক্টোবরের শুরুতে উত্তরাঞ্চলের জেলা রংপুরে আরেক বিদেশীর ওপর হামলা হয়েছে। দুটি ঘটনায়ই আক্রান্তরা নিহত হয়েছেন।

এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও গত বছরের রাজনৈতিক সংঘাতের চিত্রও সতর্কবার্তায় তুলে ধরা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ