[english_date]

আবারো সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি: তোফায়েল আহমেদ

বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারো সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। 
রাজধানীর বনানী কবরস্থানে রবিবার সকালে শেখ রাসেলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের আবারও সতর্ক করে ঢাকার গুলশানে অবস্থিত আমেরিকান দূতাবাস। শনিবার সন্ধ্যায় হালনাগাদ করা আমেরিকান দূতাবাসের নিরাপত্তাবার্তায় এই পরামর্শ দেয়া হয়।
এদিকে, মার্কিন দূতাবাস জানিয়েছে, পশ্চিমা নাগরিকদের ওপর আবারও সন্ত্রাসী হামলা হতে পারে, তাদের কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে বলেও দাবি জানিয়েছে মার্কিন দূতাবাস। যার ফলে,বাংলাদেশে ভ্রমণ বা চলাফেরার সময় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশটি।[review]

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ