ভারতীয় সঙ্গীতশিল্পী সুখবীর সিংকে হিসেব নিয়ম বহির্ভূত বিদেশি মুদ্রা বহনের জন্য রবিবার লাহোরে আটক করা হল।
পঞ্জাবের এই গায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি স্যুটকেসে করে ২৭ হাজার মার্কিন ডলার বহন করছিলেন। যেখানে ১০ হাজার ডলারের বেশি বহন করা নিয়ম বহির্ভূত। কাস্টমের এক প্রবীণ অফিসার জানিয়েছেন, দুবাইগামী একটি বিমান ধরতে সুখবীর আলামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকেছিলেন এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ। সেই সময় নিরাপত্তারক্ষীরা জানতে চান সুখবীরের কাছে কত টাকা নগদ রয়েছে। জবাবে তিনি জানান, তাঁর সঙ্গে রয়েছে ২৭ হাজার মার্কিন ডলার। সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়।
পোস্টটি যতজন পড়েছেন : ২১৮