সঙ্কটের দিনেই তৈরি হল এশীয় পরিকাঠামো ব্যাংক৷ ইউরোপের ব্যাংকগুলির সঙ্কটের মাঝেই তড়িঘড়ি বেজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল-এ তৈরি হল এশীয় পরিকাঠামো ব্যাঙ্ক (এআইআইবি)৷ বিশ্বের ৫০টি দেশ মিলে তৈরি করল এই ব্যাংক৷ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপ প্রভাবিত আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থাগুলির প্রতিদ্বন্দ্বী হিসেবেই চিহ্নিত হচ্ছে এই নতুন ব্যাঙ্ক৷ চিন, ভারতসহ ৫০টি দেশ ব্যাংক প্রতিষ্ঠার নথিতে সই করলেও হাজির ছিল আরও ৭টি দেশ৷
যদিও, ২০১৩ সালে চিনের তরফেই এই ব্যাংক তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল৷ এক বছর বাদে ভারতসহ ২১টি দেশ ব্যাংক গঠনে সম্মত হয়ে চুক্তি স্বাক্ষর করে৷ আরও দেশ যোগ দেওয়ার পরে সোমবারই তৈরি হল এই ব্যাংক৷ এশিয়ার পরিকাঠামো প্রকল্পে বিনিয়োগ করাই হবে এই ব্যাংকের মুখ্য উদ্দেশ্য৷ তবে, শুধু এশীয় দেশগুলিই নয়, রয়েছে জার্মানি, ফ্রান্স, রাশিয়াও৷ মধ্য প্রাচ্য, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কিছু দেশও এই ব্যাংকে অংশ নিচ্ছে৷ তবে, এতে আপত্তি জানিয়ে অংশ নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান৷এই ব্যাংকের প্রাথমিক মূলধন হচ্ছে ১০০০০ কোটি ডলার৷ তার ৭৫ শতাংশই আসবে এশীয় দেশগুলির তরফ থেকে৷ চিন ২৯৭০ কোটি ডলার ও ভারত দেবে ৮৩০ কোটি ডলার৷পাশাপাশি, ৩০.৩৪ শতাংশ শেয়ার থাকবে চিনের হাতেই৷ ভারতের হাতে থাকবে ৮.৫২ শতাংশ৷ এই অনুষ্ঠানে হাজির ছিলেন না মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের কোনও প্রতিনিধি৷