৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সকাল শুরু হবে সানির সঙ্গে

এবার সকাল শুরু হবে সানির সঙ্গে। পুনমের পর এবার নিজের ফিটনেসের রহস্য সন্ধান দিচ্ছেন লিওনি। সম্প্রতি এমনই সুখবর ট্যুইটারে দিলেন বেবিডল। তিনি লিখেছেন, ‘আগামী রবিবার ১৩ সেপ্টেম্বর আমার ওয়ার্ক-আউটের ভিডিও লঞ্চ হতে চলেছে। আমি আশা করছি সকলে আমার সঙ্গে এ বার ওয়ার্কআউট করবেন।’

বলিউডে সানির আগে এই পথ দেখিয়েছেন শিল্পা শেট্টি, বিপাশা বসুর মতো তারকারা।  তবে শিল্পা বা বিপাশার ভিডিওর থেকে সানির ফিটনেস ভিডিও একেবারেই আলাদা। এখানে সানি সহজ কিছু ব্যায়াম করে দেখিয়েছেন। যা বাড়িতে বসে অনায়াসেই ট্রাই করতে পারবেন আপনিও। এই বিষয়ে সানি  ফিটনেস ট্রেনার মিকি জানিয়েছেন, ‘‘ফিটনেসের ব্যাপারে সানি দুর্দান্ত। যে কোনও ব্যায়াম ও খুব সহজে করতে পারে। এই ভিডিও শুটের সময় সানির স্বামী ড্যানিয়েলও আমাদের সাহায্য করেছে।’’

বর্তমানে সানিকে নিয়ে শুরু হয়ে বিতর্ক।  সিপিআই নেতা অতুল অঞ্জন ধর্ষণের কারণ হিসাবে দায়ি করেছেন লিওনিকে । তাঁর দাবি, সানি লিওনির কন্ডোমের বিজ্ঞাপনই দেশে ধর্ষণ বাড়িয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ