[english_date]

সংসদ সদস্য লিটন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

গুলি করে এক শিশুকে আহত করার অভিযোগ নিয়ে আত্মগোপনে’ থাকা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন।

 

রোববার আইনজীবীর মাধ্যমে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি জমা দেন তিনি।

 

আবেদন জমা দেওয়ার পর লিটনের আইনজীবী এ এম আরিফুল ইসলাম জানান, শিগগিরই আবেদনটি হাইকোর্টের একটি বেঞ্চে উপস্থাপন করা হবে।

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে গত ২ অক্টোবর সাংসদ লিটনের ছোড়া গুলি পায়ে বিদ্ধ হয়ে সৌরভ মিয়া (৯) নামে এক শিশু আহত হয় বলে অভিযোগ উঠেছে।

 

ওই ঘটনায় আহত শিশুর বাবা সাজু মিয়া ঘটনার পরদিন এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা করেন। মামলাটি দায়েরের পর থেকেই লিটন আত্মগোপনে রয়েছেন।

 

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সাংসদ লিটন নিজে থেকে ধরা না দিলে তাকে খুঁজে বের করে গ্রেফতার করা হবে।

 

এরই মধ্যে রোববার আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করলেন লিটন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ