ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার হয়েছেন শিশুকে গুলি করার মামলার আসামি গাইবান্ধার সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। নিয়ে যাওয়া হচ্ছে গাইবান্ধায়।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরায় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের ছোড়া গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ। শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
পোস্টটি যতজন পড়েছেন : ৯৫