ইউছুপ পাটওয়ারী (পার্বত্য জেলা প্রতিনিধি) :
খাগড়াছড়ি ॥ সরকারের নানামুখী উন্নয়ন আর ডিজিটালাইজেশনের এ যুগেও অন্ধকারে ছিল মাটিরাঙ্গার গোমতি-বেলছড়ি। যেখানে বিদ্যুতের আলো ছিল শুধু স্বপ্ন। সেই দুর্গম এলাকার মানুষের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে বিদ্যুতের আলো জ্বলে উঠেছে ২ ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বেলছড়ি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে সুইচ টিপে বিদ্যুত সংযোগ উদ্বোধন করেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বিদ্যুত সংযোগের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে এসময় অন্যানের মধ্যে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) ইমরুল কায়েস, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শাহাদত হোসেন টিটো, বেলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বেছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।